WBPDS(ডাব্লুবিপিডিএস)Ration Card Status Check Online:West Bengal New ration card Apply

Rate this post

Table of Contents

WBPDS(ডাব্লুবিপিডিএস)Ration Card Status Check Online:West Bengal New ration card Apply:

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের জন্য এখনো আবেদন করেননি বা আবেদন  ফর্ম পাচ্ছেন না। wb ration card online apply  আজ আমরা এই পোস্টের মাধ্যম। আপনাদের সাথে শেয়ার  করব, ডিজিটাল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন,  বা WBPDS(ডাব্লুবিপিডিএস)Ration Card Status Check Online West Bengal, আপনার রেশন কার্ডের স্থিতি কিভাবে জানবেন ও রেশন কার্ডের আপনার নাম তালিকাভুক্ত আছে কিনা সেটা কিভাবে চেক করবেন এই সমস্ত এই পোষ্টের মাধ্যমে তুলে ধরব আপনাদের কাছে।

west bengal digital ration card status check online

বিস্তারিত জানার আগে, আমাদের ওয়েবসাইট  Karmasthan এ আশার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমারা এই ওয়েবসাইট এ সমস্ত রকম চাকরীর খবর ও সঙ্গে সমস্ত কিছু সুম্পুন্ন নাম দিয়ে থাকি। আজকে আমি যেই পোস্টটি নিয়ে আলোচনা করবো সেটি হল Ration Card Status Check Online West Bengal,ration card status check west bengal,ration card list,ration card online apply,West Bengal Digital Ration Card

রেশন কার্ড বর্তমান দিনে দাঁড়িয়ে মানুষের অন্যতম একটি  নথি, ভারতে বাসিন্দার একটি প্রমাণপত্র হিসাবে। এটি থাকার ফলে আপনি সরকারের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে পারেন বা লাভ করতে পারেন।

আজকে আমরা এই ডিজিটাল রেশন কার্ডের নাম কিভাবে তুলবেন?(wb ration card online apply) আপনাদের নাম ডিজিটাল রেশন কার্ড এর তালিকাই আছে  কিনা?(Ration Card Status Check Online West Bengal), সেই সমস্ত দেখবেন কিভাবে জানবেন কীভাবে এই আর্টিকেলের  মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব।

WBPDS(ডাব্লুবিপিডিএস) Digital ration card west bengal

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন প্রকল্প বা নতুন ধারণা চালু করেছে যার মাধ্যমে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী  নাগরিকদের কাছে বাসিন্দাদের কাছে একটি করে ডিজিটাল রেশন কার্ড থাকবে(Digital ration card west bengal) এবং আগের নাই যে পুরাতন কাগজের কার্ড সেটি মানুষকে বহন করতে হবে না এখন সমস্ত কিছু এটিএম থেকে শুরু করে সমস্ত কিছু স্মার্ট কার্ডের সিস্টেম তো এই স্মার্ট কার্ডের মত এই রেশন কার্ড মানুষের সঙ্গে খুব সহজেই বহন করতে পারবে।

আরে ডিজিটাল রেশন কার্ড মানুষকে  রেশন সামগ্রী ইত্যাদিতে খুব সহজ হবে ডিজিটাল প্রায় সমস্ত কিছু কাজ পারেষণ প্রদান করা যাবে এমনটাই ধারণা উদ্যোক্তাদের, আইডিটা রেশন কার্ড ভারতে দীর্ঘদিন ধরে চলছে আর এটি একটি পশ্চিমবঙ্গের কাছে (WB Digital Ration Card)দুর্দান্ত পদক্ষেপ পরিকল্পনা হতে চলেছে।

Update For west bengal digital ration card

ডিজিটাল রেশন কার্ডের প্রকল্প তো অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু এখনো এরকম অনেক রাজ্যের নাগরিক রয়েছে যাদের কাছে এখন অব্দি ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) সুবিধা,রেশন কার্ড পৌঁছায়নি, সেই সমস্ত নাগরিকদের জন্য রাজ্য সরকার গোপনে ব্যবস্থা করেছে। যাদের কাছে এখন এই ডিজিটাল রেশন কার্ড পৌঁছায়নি, সেই সমস্ত নাগরিককে তাদের জেলাসদর বিডিও অফিস পৌরসভা সংশ্লিষ্ট বিভাগের জন্য আবেদন করতে পারে এবং এই কুকুর অনুযায়ী সরকারের ঘোষণা করে।

লকডাউন চলাকালীন 6 মাস সেই সমস্ত নাগরিকরা তাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই তারা পাঁচ টাকা কেজি চাল পাবে এই ঘোষণা করে সরকার।

West Bengal WBPDS Digital Ration Card category

এই পয়েন্ট এ আমি আপনাদের WB Digital Ration Card এর কতো গুলো ভাগভাগ রয়েছে বা কোন কার্ডে কত পরিমান সামগ্রী পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব

  • RKSY-I
  • RKSY-II
  • PHH
  • SPHH
  • AAY
  • GEN
digital ration card ration
প্রকল্পের নাম ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ WBPDS ডাব্লুবিপিডিএস
চালু করেছেন পশ্চিমবঙ্গ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (ডাব্লুবিপিডিএস)
সুবিধাভোগী পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা
উদ্দেশ্য ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা
সরকারী ওয়েবসাইট https://wbpds.wb.gov.in/

History of WB Digital Ration Card (ডাব্লুবিপিডিএস)

2021 সালে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের রেশন কার্ড খাদ্য সুরক্ষার পাঁচ বছর পূরণ করেছে. এবং এই দিনটি পশ্চিমবঙ্গ রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খাদ্য সাথী দিবস হিসেবে পালন করে। এবং এই খাদ্য সুরক্ষা কার্ড বা  রেশন কার্ড মানুষের অনেক উপকার এসেছে, পশ্চিমবঙ্গ সরকার 10 কোটি মানুষের বিনামূল্যে খাদ্য সুরক্ষা কার্ডের মাধ্যমে রেশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল 27 জানুয়ারি 2016 সালে

রাজ্য সরকারের প্রধান লক্ষ্য ছিল যে  পশ্চিমবঙ্গের সাত কোটি মানুষের কাছে প্রায় বিনা মূল্যে স্টেশন পৌঁছে দেয়া প্রতিকেজি চালের দর দুটাকা এবং এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের 90% জনসংখ্যার আওতায় এসেছে এবং এটি মানুষের কাছে  সরকারের পক্ষ থেকে দেয়া একটি বড় প্রকল্প,

এর বাইরে পশ্চিমবঙ্গ সরকার যাতে এডিশন কারণেই তাদের 50 লক্ষ লোককে নিয়ে সংসার করেছে আপনার কাছে যদি এখনও ডিজিটাল রেশন কার্ড থেকে তাকে আপনি কিভাবে খাদ্য সিমের জন্য আবেদন করবেন(ration card Apply অনলিনে) সেই সমস্ত নিচের দিকে গিয়ে আলোচনা করছি

Eligibility Criteria for Apply WB Digital Ration Card

আপনি যদি আপনার নাম পশ্চিমবঙ্গের ডিজিটাল রেশন কার্ড(West Bengal Digital Ration Card )WBPDS(ডাব্লুবিপিডিএস) প্রকল্পের সাথে সংযুক্ত করতে চান এবং আপনার আবেদন সঠিক হবে তাহলে, আপনাকে এই বিধি গুলি মেনে চলতে হবে।

  • প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের আইনী এবং স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর অবশ্যই রেশন কার্ড থাকা উচিত নয়।
  • যে আবেদনকারী অস্থায়ী রেশন কার্ডের জন্য আবেদন করেছেন এবং তার রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তখন তিনি বা স্কিমের আওতায় নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
  • নবদম্পতিরাও এই প্রকল্পের আওতায় নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

Documents Required For West Bengal Digital Ration Card 

ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে গেলে যে যে নথিগুলি লাগবে বা ডকুমেন্টস গুলি লাগবে সেটার লিস্ট নিচে  দেয়া হল

  • বৈধতার জন্য মোবাইল নম্বর।
  • ইমেইল আইডি
  • ভোটার আইডি / ইপিআইসি সনাক্তকরণের জন্য।
  • প্যান কার্ড
  • সনাক্তকরণের জন্য আধার কার্ড।
  • পুরানো রেশন কার্ড (প্রযোজ্য)
  • বয়স প্রমাণ

এইবার আসি আপনি কিভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে এপ্লাই করবেন বা অফলাইনে এপ্লাই করবেন

How to Apply WBPDS(ডাব্লুবিপিডিএস) Digital Ration Card ONLINE

অনলাইনে আবেদন করার জন্য নিচে যেরকম ভাবে বলছি এই ভাবে অনুসরণ করে চলুন

  1.  প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যান Egiya Bangla যান https://wbpds.gov.in/
New Digital Ration Card apply
New Digital Ration Card apply
  1.  তারপর আপনার (Enter Mobile Number) মোবাইল নাম্বারে দিন

  1. মোবাইল নাম্বার একটা ছয় ডিজিটের গোপনীয় কোড আসবে ওটা সাবমিট করুন(Submit OTP)
  2.  আবেদন পত্র  ফিলাপ করুন
  3.  আবেদনপত্র ফিলাপ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার তথ্য সহ হবে
  4.  অপর সদস্য এড করার জন্য (Click Add Member) অপশনে ক্লিক করুন
  5. তাঁর পর Submit বতাম এ ক্লিক করুন।

(* তারপরে আপনার আছে একটি এপ্লিকেশন নাম্বার application number Keep it safe তো হবে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি যত্ন সহকারে রেখে দিন ভবিষ্যতে ব্যবহারের জন্য)

How to Apply  Digital Ration Card OFFLINE

অফলাইনে যদি পশ্চিমবঙ্গের  ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন লিখিত আবেদন পত্র  পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।

  1.  প্রথমে অফিশিয়াল একটি লিঙ্ক দিলাম গ্রামীণ অঞ্চলের জন্য লিংকে গিয়ে ফর্ম টি ডাউনলোড করুন

  •  2. ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সমস্ত বিবরণ দিয়ে ফভর্তি করুন বা পুরোন করুন
  • 3. এবং আপনার সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করুন যেগুলো এখানে এসেছে জেরক্স কপি
  •  তারপর আপনার স্থানীয় খাদ্য ও সরবরাহ দপ্তর রেশনিং অফিসার অফিসে গিয়ে জমা দিয়ে আসুন

Apply WBPDS Duplicate Ration Card

  • ডাব্লুবিপিডিএস অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • হোম পৃষ্ঠাটি আপনার আগে প্রদর্শিত হবে
  • হোম পেজে, আপনাকে নাগরিক ট্যাবে ক্লিক করতে হবে
  • এখন নকল রেশন কার্ডের জন্য আবেদন ক্লিক করুন
  • এখন আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • আপনাকে প্রয়োজনীয় সমস্ত বিবরণ প্রবেশ করতে হবে
  • এর পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে

How To Change Category (RKSY-II To RKSY-I)

বিভাগ পরিবর্তন করুন (আরকেএসওয়াই -২ থেকে আরকেএসওয়াই -২ এ)
  • এখন আপনাকে মোবাইল নম্বরটি প্রবেশ করতে হবে এবং get OTP এ ক্লিক করতে হবে
  • এরপরে ওটিপি বক্সে ওটিপি প্রবেশ করতে হবে
  • আপনার সামনে এখন একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • আপনাকে এই পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় বিশদ লিখতে হবে
  • যাত্রার পরে আপনার জমাতে ক্লিক করতে হবে
Status Check Online WBPDS(ডাব্লুবিপিডিএস)WB Ration Card List

আপনার নামটি পশ্চিমবঙ্গ রাজ্যের ডিজিটাল রেশন কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা যাচাই করতে আপনি নীচের দেওয়া সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন: –

ডাব্লুবি রেশন কার্ডের তালিকা
  • ড্রপডাউন মেনু থেকে “রেশন কার্ড গণনা (এনএফএসএ এবং রাষ্ট্রীয় পরিকল্পনা)” লিঙ্কটি নির্বাচন করুন
  • রেশন কার্ডধারীদের জেলাভিত্তিক তালিকাটি আপনার স্ক্রিনে উপস্থিত হবে।
  • আপনার জেলা নির্বাচন করুন।
  • আপনার এফপিএস নাম নির্বাচন করুন।
  • বিশদটি আপনার স্ক্রিনে উপস্থিত হবে
Add Family Member On Digital Ration Card
পরিবারে সদস্য যোগ করুন
  • এখন আপনার জন্য একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • আপনাকে প্রয়োজনীয় সমস্ত বিবরণ প্রবেশ করতে হবে
  • এর পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে
Change Name And Details In Ration Card
  • পরিদর্শন অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া
  • নাগরিক ট্যাবে ক্লিক করুন
  • এর পরে রেশন কার্ডের পরিবর্তন নাম(Change Name On Ration Card)
    বা অন্যান্য বিবরণে ক্লিক করুন
  • এখন আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে।
  • আপনাকে এই পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় বিশদ লিখতে হবে
  • এর পরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে।
Submit Or Delete Card Procedure
কার্ড জমা দিন বা মুছুন
  • এখন আপনাকে নিজের মোবাইল নম্বরটি প্রবেশ করতে হবে এবং পেতে ওটিপিতে ক্লিক করতে হবে
  • ওটিপি বক্সে ওটিপি প্রবেশ করান
  • এর পরে, আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • আপনাকে এই নতুন পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় বিশদ লিখতে হবে
  • এর পরে, আপনি জমাতে ক্লিক করুন।

Ration Card Status Check Online West Bengal-

ডিজিটাল রেশন কার্ডের জন্য আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে, আবেদনকারীকে নীচে দেওয়া নিম্নলিখিত প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে: –

ডিজিটাল রেশন কার্ড আবেদনের স্থিতি
  • ওয়েবপৃষ্ঠায় প্রয়োজনীয় বিবরণ দিন
  • “অনুসন্ধান” বোতামে ক্লিক করুন।
  • অ্যাপ্লিকেশন স্থিতি আপনার পর্দায় প্রদর্শিত হবে।

E-Ration Card Download Process

  • পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • হোম পেজটি আপনার আগে উন্মুক্ত হবে
  • হোমপেজে, আপনাকে পরিষেবা বিভাগের অধীনে রেশন কার্ডে ক্লিক করতে হবে
  • এর পরে আপনাকে ই-রেশন কার্ডে ক্লিক করতে হবে
ই-রেশন কার্ড
ই রেশন কার্ড ডাউনলোড করুন
  • আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনাকে আপনার মোবাইল নম্বর প্রবেশ করতে হবে
  • এর পরে, আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে
  • এখন আপনাকে ওটিপি বাক্সে ওটিপি প্রবেশ করতে হবে
  • এর পরে, আপনাকে যাচাই করতে ক্লিক করতে হবে
  • আপনার স্ক্রিনে ই রেশন কার্ড উপস্থিত হবে
  • এটি ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড বিকল্পটিতে ক্লিক করতে হবে

Verify Your Ration Card

রেশন কার্ড যাচাই করুন
  • আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনাকে আপনার বিভাগটি নির্বাচন করতে হবে এবং রেশন কার্ড নম্বর এবং ক্যাপচা কোড প্রবেশ করতে হবে
  • এর পরে, আপনাকে অনুসন্ধানে ক্লিক করতে হবে
  • রেশন কার্ডটি আপনার স্ক্রিনে উপস্থিত হবে
  • এটি যাচাই করতে এখন আপনাকে যাচাই বিকল্পটিতে ক্লিক করতে হবে

Know Your Entitlement

  • সবার আগে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • হোম পেজটি আপনার আগে উন্মুক্ত হবে
  • হোমপেজে, আপনাকে পরিষেবা বিভাগের অধীনে রেশন কার্ড ট্যাবে ক্লিক করতে হবে
  • এর পরে, আপনাকে নিজের এনটাইটেলমেন্টটি ক্লিক করতে হবে
আপনার এনটাইটেলমেন্ট জানুন
  • আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনি আপনার এনটাইটেলমেন্ট সংক্রান্ত বিশদটি দেখতে পারেন

Search Digital Ration Card Details

আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন
  • আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনাকে অনুসন্ধান বিভাগ নির্বাচন করতে হবে
  • এখন আপনাকে আপনার অনুসন্ধান বিভাগ অনুসারে তথ্য প্রবেশ করতে হবে
  • এর পরে, আপনাকে অনুসন্ধানে ক্লিক করতে হবে
  • রেশন কার্ডের বিশদগুলি আপনার কম্পিউটারের স্ক্রিনে থাকবে

how to Login Digital Ration Card Portal

  • সবার আগে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • হোম পেজটি আপনার আগে উন্মুক্ত হবে
  • এখন আপনাকে লগইন ট্যাবে ক্লিক করতে হবে
  • এর পরে নীচের বিকল্পগুলি আপনার স্ক্রিনে উপস্থিত হবে: –
  • আপনার পছন্দের বিকল্পটিতে ক্লিক করতে হবে
  • এখন আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনাকে আপনার ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড প্রবেশ করতে হবে
  • এখন আপনাকে লগইনে ক্লিক করতে হবে
  • এই পদ্ধতি অনুসরণ করে আপনি পোর্টালে লগ ইন করতে পারেন

View User Manual For Online Application

অনলাইন আবেদনের জন্য ব্যবহারকারী ম্যানুয়াল
  • এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে ব্যবহারকারী ম্যানুয়াল আপনার পর্দায় পিডিএফ ফর্ম্যাটে উপস্থিত হবে
  • আপনি যদি এটি ডাউনলোড করতে চান তবে আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে
Download Apply Form
ডাব্লুবি ডিজিটাল রেশন কার্ড
  • সমস্ত ফর্মের তালিকা আপনার স্ক্রিনে উপস্থিত হবে
  • আপনার পছন্দের ফর্মটিতে আপনাকে ক্লিক করতে হবে
  • ফর্মটি আপনার পর্দায় পিডিএফ ফর্ম্যাটে উপস্থিত হবে
  • এটি ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড বিকল্পটিতে ক্লিক করতে হবে

Report Your Digital Ration Card

  • পরিদর্শন অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগের সরকারি
  • হোম পেজটি আপনার আগে উন্মুক্ত হবে
  • পরিষেবা বিভাগের অধীনে, আপনাকে প্রতিবেদনে ক্লিক করতে হবে
প্রতিবেদন দেখুন
  • এখন আপনার পর্দায় একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনি সমস্ত প্রতিবেদনের তালিকা দেখতে পারেন
  • এর পরে, আপনার পছন্দের প্রতিবেদনে ক্লিক করতে হবে
  • এখন আপনার পর্দায় একটি নতুন পৃষ্ঠা প্রদর্শিত হবে
  • আপনাকে এই নতুন পৃষ্ঠায় সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রবেশ করতে হবে
  • এখন আপনাকে জমাতে ক্লিক করতে হবে
  • প্রয়োজনীয় তথ্য আপনার কম্পিউটারের স্ক্রিনে থাকবে

Reports  Download

বিজ্ঞপ্তি / আদেশ ডাউনলোড করুন
  • আপনার আগে একটি নতুন পৃষ্ঠা খুলবে
  • এই নতুন পৃষ্ঠায়, আপনাকে জারি করা এবং বিভাগ বিভাগ নির্বাচন করতে হবে
  • আপনি এই নির্বাচনটি করার সাথে সাথে সম্পর্কিত নোটিফিকেশন / অর্ডারগুলি আপনার স্ক্রিনে উপস্থিত হবে
  • এটি ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড বিকল্পটিতে ক্লিক করতে হবে

Procedure To Download Tenders

দরপত্রগুলি ডাউনলোড করার পদ্ধতি
  • আপনার দরপত্রের তালিকা সমেত একটি নতুন পৃষ্ঠা উপস্থিত হবে
  • আপনার পছন্দের দরপত্রের সামনে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে
  • দরপত্রটি আপনার পর্দায় পিডিএফ ফর্ম্যাটে উপস্থিত হবে
  • এটি ডাউনলোড করার জন্য এখন আপনাকে ডাউনলোড বিকল্পটিতে ক্লিক করতে হবে

How to Contact WBPDS ডাব্লুবিপিডিএস Ration Office 

  • পরিদর্শন অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগের সরকারি
  • হোম পেজটি আপনার আগে উন্মুক্ত হবে
  • হোমপৃষ্ঠায় আপনার যোগাযোগের ট্যাবে ক্লিক করতে হবে
  • নিম্নলিখিত বিকল্পগুলি আপনার স্ক্রিনে উপস্থিত হবে: –
  • আপনার পছন্দের বিকল্পটিতে ক্লিক করতে হবে
  • যোগাযোগের বিবরণগুলি আপনার কম্পিউটারের স্ক্রিনে উপস্থিত হবে

Find Your Nearby (WBPDS ডাব্লুবিপিডিএস Diller)

অবস্থান অনুসারে পাইকারদের বিশদ
  • অধিদপ্তর, ডিডিপিএস / জেডি, এসসিএফএস / আরও, টাইপ নির্বাচন করুন
  • “ডিসপ্লে পাইকার” বিকল্পটি ক্লিক করুন
  • তালিকাটি স্ক্রিনে উপস্থিত হবে

Find Your WBPDS(ডাব্লুবিপিডিএস) Nearest Ration Shop

আপনার নিকটতম রেশন শপটি সন্ধান করুন
  • ডিডিপিএস / ডিআর, ডিসিএফএস / জেডি, এসসিএফএস / আরও, ব্লক অফিস প্রবেশ করুন
  • “ডিসপ্লে এফপিএস” বিকল্পটি ক্লিক করুন
  • তালিকাটি স্ক্রিনে উপস্থিত হবে

Procedure to file a complaint

খাদ্য ও সরবরাহ বিভাগে অভিযোগ দায়ের করতে আপনি সকাল 8 টা থেকে 8 টার মধ্যে টোল ফ্রি নম্বরে 3 এবং 4-6 এ কল করতে পারেন।

WBPDS(ডাব্লুবিপিডিএস) Ration Card complaint Status Check Online West Bengal 
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন
  • “অভিযোগ” বিকল্পে যান
  • “আপনার অভিযোগ দাখিল করুন”(Ration Card complaint)
    এ ক্লিক করুন
  • অভিযোগ এবং টেলিফোন নম্বর দেওয়ার জন্য নির্দিষ্ট নম্বর লিখুন
  • অনুসন্ধান বিকল্পটি ক্লিক করুন এবং অভিযোগের স্থিতি পরীক্ষা করুন

 

Helpline Number
  • ফোন: 1800 345 5505/1967 (নিখরচায়)
  • ইমেল: [email protected]
Important Notice

1 thought on “WBPDS(ডাব্লুবিপিডিএস)Ration Card Status Check Online:West Bengal New ration card Apply”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top