Table of Contents
রাজ্য সমবায় দপ্তরে West Bengal Co-operative Service Commission(WEBCSC) এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৫৮ টি শূন্য পদে নিয়োগ, বিস্তারিত জানুন।
বিজ্ঞপ্তি নম্বর ০১/২০২
মোট ১২ টি পদে ৩৩ জন কে নিয়োগ করা হবে
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- চার্টার্ডঅ্যাকউন্ট্যান্ট (ইন্টারমিডিয়েট) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টঅ্যাকউন্টিং (ইন্টারমিডিয়েট) বা বি.এ / বি. টেক / এমবিএ থাকতে হবে।
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) স্নাতক ডিগ্রি সঙ্গে CAIIB (Certified Associate of Indian Institute of Bankers) থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এমবিএ থাকতে হবে ফাইন্যান্স এর ওপর নয়তো, C.S Company Secretary থাকতে হবে।
- এছাড়াও ৫ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কো-অপারেটিভ ব্যাংক-এ
1.B.Com with CAIIB or CA(Inter) or MBA (Finance) or CS 2. BCK 3. 5 yrs experience at middle level in Cooperative Bank
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এমবিএ থাকতে হবে ফাইন্যান্স এর ওপর।
- এছাড়াও ২ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্স এর কাজের ওপত
1. B.Com(H)2. Working Knowledge in Computer Application3. Professional Qualification:MBA (Finance)4. Experience 2 yrs in Financial work
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এমবিএ থাকতে হবে ফাইন্যান্স এর ওপর।
- এছাড়াও ২ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্স ম্যানেজমেন্ট এর কাজের ওপর
1. B.Com(Hons) 2. Working Knowledge in Computer Application 3 Experience 2 yrs in Fin. Management
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) With C.A/I.C.W.A/ C.S/স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এমবিএ থাকতে হবে ফাইন্যান্স এর ওপর।
1. B.ComWith C.A/I.C.W.A/ C.S/M.B.A(Finance)
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) With CA Inter/ CMA Inter/ CS Inter/ CA/CMA/CS/MBA (Finance /স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এমবিএ থাকতে হবে ফাইন্যান্স এর ওপর।
- এছাড়াও 3 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্স কাজের ওপর
- বি.টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সিভিল শাঁখা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এছাড়াও ৩ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাকশন থেকে
1. B.Tech (Civil)2. Working Knowledge in Computer Application3. 3yrs experience in Civil/ Contruction Engg
- বি.টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সিভিল শাঁখা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এছাসাখ ৩ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাকশন থেকে
1. B.Tech (Civil)2. Working Knowledge in Computer Application3. 3yrs experience in Civil/ Contruction Engg
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এছাড়াও ২বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে অডিট ফিরম থেকে
- মাস্টার ডিগ্রি সঙ্গে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সঙ্গে ৫৫% নাম্বার নিয়ে মাধ্যমিক ওঁ উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাই পাশ করতে হবে
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার শাঁখা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- এছাড়াও বাঙ্কিং সেক্টর এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।Other Administrative experience will be preferred.
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) রেগুলার থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার শাঁখা থেকে সঙ্গে ট্যালি বিষয়ে জ্ঞান থাকা চায় তবে আবেদন করতে পারবেন।
- এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং ১ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বি.টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার সাইয়েন্স থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- অথাবা এম সি এ, ওঁ বি বি এ
- এছাড়াও কোর বাঙ্কিং সিস্টেম Core Banking System (CBS) ১ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- বি.টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার সাইয়েন্স থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- অথাবা এম সি এ, ওঁ বি বি এ
- ৫ বছরের কাজের অভিজ্ঞতা নেটওয়ার্কিং বা ডাটাবেশ ম্যানেজমেন্ট সিস্টেম এর ওপর
- এছাড়াও কোর বাঙ্কিং সিস্টেম Core Banking System (CBS) 2 বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- এছাড়াও যেকোনো আই টি অনুমোদন পাপ্ত প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পাপ্ত হতে হবে
- বি.টেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা /B.C.A/M.C.A/DOE ACC “B” থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- ১ বছরের কাজের অভিজ্ঞতা নেটওয়ার্কিং বা ডাটাবেশ ম্যানেজমেন্ট সিস্টেম এর ওপর
- এছাড়াও কোর বাঙ্কিং সিস্টেম Core Banking System (CBS) ১ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) রেগুলার থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি ফাইন্যান্সে অথা মার্কেটিং
- ১ বছরের কাজের অভিজ্ঞতা একাউন্ট ট্যাক্সিনস এর ওপর 1 yr experience in Accounts and Taxation matter, Finalization of Accounts/Business
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার শাঁখা থেকে সঙ্গে ট্যালি বিষয়ে জ্ঞান থাকা চায় তবে আবেদন করতে পারবেন।
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) রেগুলার থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সঙ্গে ডিপ্লোমা ডিগ্রি ফাইন্যান্সে অথা মার্কেটিং
- ১ বছরের কাজের অভিজ্ঞতা একাউন্ট ট্যাক্সিনস এর ওপর 1 yr experience in Accounts and Taxation matter, Finalization of Accounts/Business
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কম্পিউটার শাঁখা থেকে সঙ্গে ট্যালি বিষয়ে জ্ঞান থাকা চায় তবে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে সরাসরি এই লিঙ্ক এ ক্লিক করে-Apply Link
আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোর সাইজ 20kb-50kb মধ্যে হতে হবে।এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size হবে 10-50kb এর মধ্যে। এছাড়াও বাঁ হাতের আঙ্গুল এর ছাপ লাগবে এছাড়াও
Admit Card /Certificate of Madhyamik or equivalent Examination (10th standard) (within 2 MB), (5) Caste Certificate (if applicable) (within 2 MB) (6) Domicile Certificate (Aadhaar Card/ Ration Card/ Voter Card),(6) Mark Sheets etc.
আবেদন ফী :-
- অনলাইন পেমেণ্ট করতে হবে। নীচের দেওয়া বিকল্পও গুলি মধ্যে
অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক 𒐀http://www.webcsc.org/
আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন 𒐀Pdf
বিজ্ঞপ্তি নম্বর ০২/২০২
মোট ৭ টি পদে ২৪ জন কে নিয়োগ করা হবে
১.পদের নাম:-(WEBCSC)
অ্যাসিস্ট্যান্ট Assistant
- উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-এর সমতুল্য পরীক্ষা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বাঁ কম্পিউটার এর কাজের অভিজ্ঞতা/ সার্টিফিকেট অবশ্যই থাকততিফিকে
জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট junior Assistant
- উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-এ ৬৫% নাম্বার নিয়ে পরীক্ষা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- ৬০% নাম্বার নিয়ে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট গ্রেড-I Assistant Grade-I
- স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) রেগুলার থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা সঙ্গে ট্যালি কাজ জানা অবশ্যই থাকতে হবে।
- বি.কম (ব্যাচেলার অফ কমার্স) স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- মাধ্যমিক পরীক্ষা ও মাধ্যমিক-এর সমতুল্য পরীক্ষা থেকে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- যেকোনো শাঁখাই স্নাতক ডিগ্রি সঙ্গে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার এ কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।
- এছাড়াও বাঙ্কিং সেক্টর এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে সরাসরি এই লিঙ্ক এ ক্লিক করে-Apply Link
আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটোর সাইজ 20kb-50kb মধ্যে হতে হবে।এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size হবে 10-50kb এর মধ্যে। এছাড়াও বাঁ হাতের আঙ্গুল এর ছাপ লাগবে এছাড়াও
Admit Card /Certificate of Madhyamik or equivalent Examination (10th standard) (within 2 MB), (5) Caste Certificate (if applicable) (within 2 MB) (6) Domicile Certificate (Aadhaar Card/ Ration Card/ Voter Card),(6) Mark Sheets etc.
আবেদন ফী :-
- অনলাইন পেমেণ্ট করতে হবে। নীচের দেওয়া বিকল্পও গুলি মধ্যে