Table of Contents
মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরী, রিজার্ভ ব্যাংকে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে দেখুন
আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন,তাহলে এইখানে আবেদন করতে পারবেন। গোটা দেশ জুড়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভন্ন শাঁখাই অ্যাটেনডেন্স পদে নিয়োগ করা হবে, আবেদন কারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারত বর্ষের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন। আর পশ্চিমবঙ্গ যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয় এ আবেদন করতে পারবেন।
Reserve Bank of India (RBI) Recruitment “OFFICE ATTENDANTS“
কোন জেলা কতো গুলো বিস্তারিত নীচে দেওয়া হল।
শিক্ষাগত যোগ্যতা
বেতন
বেতন প্রতি মাসে ১০৯৪০ টাকা থেকে ২৩৭০০ টাকা
নিয়োগ পাদ্ধাতি
নিয়োগ করা হবে দুটি ধাপে :-
- Online Test
- Language Proficiency Test (LPT)
আবেদন পাদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি আবেদন লিঙ্ক ❱Apply link
আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো হবে 4.5 cm * 3.5 cm, ফটোর সাইজ 20kb-50kb মধ্যে হতে হবে।
এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size হবে 10-20kb এর মধ্যে।
আবেদন ফী
আবেদন ফী বাবাদ জমা দিতে হবে RS.৪৫০/- টাকা General/EWS/OBC পরীক্ষাত্ৰী দের ক্ষেতে। এবং SC/ST/PWD/Ex-Serviceman পরীক্ষাত্ৰী দের ক্ষেতে RS.৫০/- টাক
গুরুত্ব পূর্ণ তারিখ গুলো
আবেদন শুরু ঃ-24/02/2021
আবেদন শেষ ঃ-15/03/2021
পরীক্ষা কেন্দ্র
প্রতেক রাজ্য বিভিন্ন শহর এ পরীক্ষা কেন্দ্র রয়েছে।
পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র গুলি হল-
আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বহরমপুর (মুর্শিদাবাদ)।