Reserve Bank of India (RBI) Recruitment “OFFICE ATTENDANTS”- রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরী

Rate this post

মাধ্যমিক পাশে ব্যাংকে চাকরী, রিজার্ভ ব্যাংকে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে দেখুন

Reserve Bank of India (RBI) Recruitment "OFFICE ATTENDANTS"

আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন,তাহলে এইখানে আবেদন করতে পারবেন। গোটা দেশ জুড়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভন্ন শাঁখাই অ্যাটেনডেন্স পদে নিয়োগ করা হবে, আবেদন কারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারত বর্ষের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন।  আর পশ্চিমবঙ্গ যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয় এ আবেদন করতে পারবেন।

Reserve Bank of India (RBI) Recruitment “OFFICE ATTENDANTS

পদের নাম ঃ- অফিসার অ্যাটেনডেন্স (officer Attendants)

মোট শূন পদ  ঃ- মোট শূনপদ এর সংখ্যা ৮৪১টি,যেইখানে জেনারেল ৪৪৫,EWS-76,OBC-211,SC-25,ST-75

কোন জেলা কতো গুলো বিস্তারিত নীচে দেওয়া হল।

কলকাতা-৩৫,আমেদাবাদ-৫০,ব্যাঙ্গালোর-২৮,ভোপাল-২৫,ভুবনেস্বর-২৪,চন্ডীগর-৩১,চেন্নাই-৭১,গুযাহাটি-৩৮,হায়দ্রাবাদ-৫৭,জম্মু-৯,জয়পুর-৪৩,কানপুর-৬৯,মুম্বাই-২০২,নাগপুর-৫৫,নতুন দিল্লি-৫০,পাটনা-২৮,তিরুবন্তপুরণ-২৬

Reserve Bank of India (RBI) Recruitment "OFFICE ATTENDANTS"
Reserve Bank of India (RBI) Recruitment “OFFICE ATTENDANTS”


বয়স সীমা 
০১/০২/২০২১ তারিখ হিসাবে বয়স হতে হবে,১৮ থেকে ২৫ বছর এর মধ্যে। সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

অফিসার অ্যাটেনডেন্স (officer Attendants) পদে আবেদন করার জন্য, আবেদনকারী কে অবশ্যই মাধ্যমিক পাশ থাকতে হবে। WBBSE বোর্ড আনুমদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারী অনুমদিতি যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চস্তর শিক্ষাগত যোগ্যতা সম্পূৰ্ণ ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবে না।

বেতন

 বেতন প্রতি মাসে ১০৯৪০ টাকা থেকে ২৩৭০০ টাকা

নিয়োগ পাদ্ধাতি

নিয়োগ করা হবে দুটি ধাপে :-

  1. Online Test
  2. Language Proficiency Test (LPT)
Online Test এর পরীক্ষা হবে ২০২১ এর এপ্রিল বা মে মাস নাগাদ

আবেদন পাদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। সরাসরি আবেদন লিঙ্ক ❱Apply link 

আবেদন করার জন্য আবেদনকারীর  একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো হবে 4.5 cm * 3.5 cm, ফটোর সাইজ  20kb-50kb  মধ্যে হতে হবে।

এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size হবে  10-20kb এর মধ্যে।

আবেদন ফী

আবেদন ফী বাবাদ জমা দিতে হবে RS.৪৫০/- টাকা General/EWS/OBC পরীক্ষাত্ৰী দের ক্ষেতে। এবং  SC/ST/PWD/Ex-Serviceman পরীক্ষাত্ৰী দের ক্ষেতে RS.৫০/- টাক

গুরুত্ব পূর্ণ তারিখ গুলো

আবেদন শুরু ঃ-24/02/2021

আবেদন শেষ ঃ-15/03/2021

পরীক্ষা কেন্দ্র

প্রতেক রাজ্য বিভিন্ন শহর এ পরীক্ষা কেন্দ্র রয়েছে। 

পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র গুলি হল-

আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বহরমপুর (মুর্শিদাবাদ)।


আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন 𒐀Pdf
অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক 𒐀https://www.rbi.org.in/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top