ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড IRCON INTERNATIONAL LIMITED বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড হল কেন্দ্রীয় সরকার এর অনুমোদিত (A Public Sector Undertaking under the Ministry of Railways) সমস্থা। যেইখানে ৭৪ টি শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। আবেদন করতে বিস্তারিত নীচে পড়ুন
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড IRCON INTERNATIONAL LIMITED –র পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -ADVT.No.C-02/2021 ,আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী করে বি. টেক করে থাকেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং , ইন্সট্রুমেন্ট এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং , এন্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বাঁ সিভিল ইঞ্জিনিয়ারিং শাঁখাই তাহলে আবেদন করতে পারবেন। IRCON INTERNATIONAL LIMITED এ প্রজেক্ট ইঞ্জিনিযার ও প্রজেক্ট অফিসার এই দুটি পদে মোট ৭৪ জন ইঞ্জিনিয়ার কে নেবে। কন্ট্রাক্টবেস-এ পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে স্থায়ী করা হবে।
কীভাবে আবেদন করবেন, বেতন কতো, শিক্ষাগত যোগ্যতা কি বিস্তারিত পড়ুন নীচে।
চাকরী আপডেট পেতে গ্রুপ এ যুক্ত হন ছবিতে হাত দিয়ে।
দুটি পোস্ট নিয়োগ
- ওয়ার্ক ইঞ্জিনিয়ার/সিভিল Works Engineer/Civil মোট শূন্যপদ ৬০ টি (UR-27, OBC-16, SC-08, ST-04 & EWS-05)
- ওয়ার্ক ইঞ্জিনিয়ার বা এস এন্ড টি Works Engineer/S&T মোট শূন্যপদ ১৪ টি (UR-08, OBC-03, SC-01, ST-01 & EWS-01
১.পদের নাম:-
ওয়ার্ক ইঞ্জিনিয়ার/সিভিল Works Engineer/Civil
মোট শূন পদ :- ৬০ টি
চাকরীর স্থান ঃ- Ircon Office/ Projects in Chhattisgarh, Jharkhand, Karnataka, Rajasthan, Bihar, Sikkim, J&K, Maharashtra, West Bengal, Madhya Pradesh, Uttar Pradesh, Tripura, Gujrat, Odisha etc.
শিক্ষাগত যোগ্যতাঃ- প্রথম স্থানে ৬০% নাম্বার নিয়ে ৪ বছরের বি. টেক থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং শাঁখাই AICTE অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থসাখ
Full Time Graduate Degree in Civil Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by UGC/ AICTE
এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
Minimum one year experience in Civil Construction works
বয়স সীমা :-পদে আবেদন করার জন্য আদেবনকারীর বয়স হতে হবে ৩০ বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন ১ মার্চ ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।
বেতনঃ- ৩৬,০০০ হাজার প্রতেক মাসে
২.পদের নাম:-
ওয়ার্ক ইঞ্জিনিয়ার বা এস এন্ড টি Works Engineer/S&T
মোট শূন পদ :- ১৪ টি
চাকরীর স্থান ঃ- Ircon Office/ Projects in Chhattisgarh, Jharkhand, Karnataka, Rajasthan, Bihar, Sikkim, J&K, Maharashtra, West Bengal, Madhya Pradesh, Uttar Pradesh, Tripura, Gujrat, Odisha etc.
শিক্ষাগত যোগ্যতাঃ- প্রথম স্থানে ৬০% নাম্বার নিয়ে ৪ বছরের বি. টেক থাকতে হবে। AICTE অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে
Full time Graduate degree with not less than 60% marks from recognized Institute/ University approved by UGC/AICTE in any of the following specializations: 1. Electrical Engg. 2. Electronics Engg. 3. Electrical & Electronics Engg. 4. Electronics & Communication Engg. 5. Electronics & Instrumentation Engg. 6. Instrumentation & Control Engg. 7. Computer Science
এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
Minimum One Year Experience in Railway Signaling Works OR OFC Based Communicati on & Networking Systems
বয়স সীমা :-পদে আবেদন করার জন্য আদেবনকারীর বয়স হতে হবে ৩০ বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন ১ মার্চ ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।
বেতনঃ- ৩৬,০০০ হাজার প্রতেক মাসে
নিয়োগ পাদ্ধাতি
নিয়োগ করা হবে দুটি ধাপে :-
- লিখিত পরীক্ষার মাধমে
- ইন্টারভিউ মাধ্যমে
বিস্তারিত পড়ুন অফিসিয়াল নোটিশ এর ২ নাম্বার পাতা থেকে।
আবেদন পাদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে সরাসরি IRCON INTERNATIONAL LIMITED অফিসিয়াল ওয়েবসাইট এর এই লিঙ্ক এ ক্লিক করে-Apply Link
আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। সব গুলি কে নিয়ে একটা সিঙ্গেল PDF বানাতে হবে। যেটির সাইজ হতে হবে ১০০ KB এর মধ্যে। আর কাজের অভিজ্ঞতা প্রমান পত্র এতাদ্দি নিয়ে একটা PDF যেটির সাইজ হতে হবে ৩০০ KB এর মধ্যে
প্রার্থীদের কেবল একবার আবেদন করার অনুমতি দেওয়া হয় এবং একবার জমা দেওয়া আবেদনগুলি এর অধীনে পরিবর্তন করা যায় না। তাই আবেদন প্রক্রিয়া টি নিখুঁত ওহ সঠিক ভাবে করুন।
ইমেল আইডি সঠিক ভাবে লিখুন ইমেল আইডি দ্বারা কর্তৃপক্ষ গুরুত্ব পুন্ন নোটিশ গুলি পাঠাবে। অতএব আপনার ভুল ইমেল আইডি দেওয়ার ফলে আপনি যদি গুরুত্ব পুণ্য নোটিশ মিস করে জান। কর্তৃপক্ষ কোন রকম দায়ি থাকবে না।
সবকিছু সঠিক ভাবে সাবমিট করে দেবার পর একটি রিসিভ কপি বের হবে যে টিকে প্রিন্ট আউট করে নিয়ে ২৮.০৪.২০২১ এর আগে নিচের। দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সঙ্গে তোমার প্রমান পত্র শিক্ষাগত যোগ্যতা পত্র ও অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি পাঠাতে হবে।
Application should be sent in an envelope super scribed – “Application for the post of < name of post > – Advt. No.-C02/2021.
যেই ঠিকানাই পাঠাতে হবেঃ- DGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017
বিস্তারিত পড়ুন অফিসিয়াল নোটিশ এর ৪ নাম্বার পাতা থেকে।
আবেদন ফী
কোন রকম চাওয়া হয়নি
গুরুত্ব পূর্ণ তারিখ গুলো
আবেদন শুরু ঃ-২৩/০৩/২০২১
আবেদন শেষ ঃ-১৮/০৪/২০২১
আবেদন প্ত্র পাঠানো শেষ তারিখঃ-২৮/০৪/২০২১
আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন 𒐀Pdf