ভারতীয় সেনা তরফ থেকে আবার একটি শতাধিক পদের নিয়োগ এর বিজ্ঞপ্তি উঠে এলো। নিয়োগ টি হবে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস (MES)-এ মোট ৫০২ টি শূন্য পদে নিয়োগ করা হবে বিস্তারিত নীচে পড়ুন…
Indian Army Job MES
চাকরী আপডেট পেতে গ্রুপ এ যুক্ত হন ছবিতে হাত দিয়ে।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস (MES)-এর জন্য পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা উভয় এ আবেদন করতে পারবে। নিয়োগ হবে মোট দুটি পদে ৫০২ জন। আবেদন এর জন্য শিক্ষাগত যোগ্যতা, বাঁ বয়সসীমা বাঁ এই পদে নিয়োগ কর্মী দের বেতন, আবেদন পধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি কি হবে বিস্তারিত নীচে আলোচনা করা হল।
- মোট দুটি পদে নীয়োগ করা হবে ড্রটসম্যান এবং সুপারভাইজার
১.পদের নাম:- ড্রটসম্যান (Oraughtsman)
মোট শূন পদ:- মোট ৫২ টি শূন্য পদ রয়েছে (UR-21, OBC-14, SC-8, ST-4, EWS-5)
বয়স সীমাঃ-আবেদন করার জন্য আদেবনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ঃ-স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচুয়াল অ্যাসিস্ট্যান্টশিপ বিষয়ে তিন বছরের ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে।
Must have a passed three years Diploma Architectural form recognised Institution
এছাড়াও ১ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অটো কার্ড ও জেরক্স প্রিন্টিং ল্যামিনেশন মেশিন এর ওপর
বেতনঃ- প্রতি মাসে 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে। পে লেভেল 6 অনুযায়ী।
নিয়োগ পদ্ধতি ঃ- লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নীচের দেওয়া লিংকে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। অফিসিয়াল নোটিশের 5 নম্বর পেজে পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি ঃ-সম্পুন্ন আবেদন টি অনলাইন এর মাধ্যমে সম্পুন্ন করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
আবেদন করার অফিসিয়াল লিঙ্ক নীচে দেওয়া হল।
আবেদন ফী :- ১০০ টাকা আবেদন ফি বাবদ পেইমেন্ট করতে হবে। SC, ST, PwD, ESM এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
পরীক্ষা কেন্দ্রঃ- পশ্চিমবঙ্গের কোলকাতা এবং শিলিগুড়িতে এই চাকরির পরীক্ষার সেন্টার রয়েছে।
২.পদের নাম:- সুপারভাইজার
মোট শূন পদ:- মোট ৪৫০ টি শূন্য পদ রয়েছে (UR-183, OBC-120, SC-69, ST-33, EWS-45)
বয়স সীমাঃ-আবেদন করার জন্য আদেবনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা ঃ- Economics, Commerce, Statistics/Business Studies, Public Administration- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে।
বেতনঃ- প্রতি মাসে 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে। পে লেভেল 6 অনুযায়ী।
নিয়োগ পদ্ধতি ঃ- লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নীচের দেওয়া লিংকে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। অফিসিয়াল নোটিশের 5 নম্বর পেজে পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি ঃ-সম্পুন্ন আবেদন টি অনলাইন এর মাধ্যমে সম্পুন্ন করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
আবেদন করার অফিসিয়াল লিঙ্ক নীচে দেওয়া হল।
আবেদন ফী :- ১০০ টাকা আবেদন ফি বাবদ পেইমেন্ট করতে হবে। SC, ST, PwD, ESM এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
পরীক্ষা কেন্দ্রঃ- পশ্চিমবঙ্গের কোলকাতা এবং শিলিগুড়িতে এই চাকরির পরীক্ষার সেন্টার রয়েছে।
গুরুত্ব পূর্ণ তারিখ গুলো
আবেদন শুরু ঃ-২২/০৩/২০২১
আবেদন শেষ ঃ-১২/০৪/২০২১