BANK OF MAHARASHTRA (BOM) Recruitment ব্যাংক অফ মহারাষ্ট্রে চাকরী

Rate this post

গেজুয়েসন পাশ করে থাকলে ব্যাংকে চাকরী।  চাকরী কীভাবে আবেদন করবেন বিস্তারিত নীচে পড়ুন।

BANK OF MAHARASHTRA (BOM)

আপনি যদি গেজুয়েসন/স্নাতক ডিগ্রী  পাশ করে থাকেন,তাহলে এইখানে আবেদন করতে পারবেন।BANK OF MAHARASHTRA (BOM) ব্যাংক অফ  মহারাষ্ট্রে জেনেরালিস্ট অফিসার্স পদে নিয়োগ করা হবে, আবেদন কারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারত বর্ষের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন।  আর পশ্চিমবঙ্গ যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয় এ আবেদন করতে পারবেন।
BANK OF MAHARASHTRA (BOM) Recruitment “Generalist Officers in Scale II”  

পদের নাম ঃ- জেনেরালিস্ট অফিসার্স  “Generalist Officers in Scale II”
মোট শূন পদ  ঃ- মোট ১৫০ টি শূন্য পদে নিয়োগ করা হবে যেই খানে (UR-62, SC-22, ST-11, OBC-40, EWS-15)  এ ছারাও PwBD: Persons with Benchmark Disabilities, প্রার্থী দের জন্য (OC-2,VI-2,HI-2,ID-2)
বয়স সীমা :- 
এই পদে আবেদন করতে,  আবেদনকারীর বয়স  অবশ্যই ২৫ বছর থেকে ৩৫  বছরের মধ্যে হতে হবে।
সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।
বিস্তারিত দেখুন নীচের ছবিতে👇
BANK OF MAHARASHTRA (BOM) Recruitment

শিক্ষাগত যোগ্যতা:-
যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬০% নাম্বার নিয়ে Bachelor Degree পাশ করে থাকলে আবেদন করতে পারেবেন। এছাড়াও এর সঙ্গে ৩ বছর এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে BANK OF MAHARASHTRA (BOM) ব্যাংক অফ  মহারাষ্ট্রে জেনেরালিস্ট অফিসার্স পদে আবেদন করতে পারবেন।

বেতনঃ- এই পদে অফিসার্স এর বেতন হবে পে স্কেল-II অনুযায়ী  প্রতি মাসে ৪৮,১৭০/- টাকা থেকে ৬৯,৮১০/- টাকা।

নিয়োগ পাদ্ধাতি

নিয়োগ করা হবে দুটি ধাপে :-

  1. Online Test Exam
  2. Personal Interview
এছাড়াও বিস্তারিত জানতে চোখ রাখো অফিসিয়াল নোটিশ এর ৫ নাম্বার পাতার ১২ নাম্বার পয়েন্ট এ 

পরীক্ষার ধরনঃ- বিস্তারিত দেখুন নীচের ছবিতে👇
BANK OF MAHARASHTRA (BOM)

আবেদন পাদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে BANK OF MAHARASHTRA (BOM) অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে । সরাসরি আবেদন লিঙ্ক ❱Apply link 

আবেদন করার জন্য আবেদনকারীর  একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি থাকতে হবে।আবেদন করার সময় ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো হবে 4.5 cm * 3.5 cm, ফটোর সাইজ  20kb-50kb  মধ্যে হতে হবে।

এছাড়াও একটি সাদা কাগজে কালো কালির পেনে Signature করে স্ক্যান করে আপলোড করতে হবে। Signature Size হবে  10-20kb এর মধ্যে।

এছাড়াও বিস্তারিত জানতে চোখ রাখো অফিসিয়াল নোটিশ এর ৭ নাম্বার পাতার ১৫ নাম্বার পয়েন্ট এ 

B. APPLICATION PROCEDURE: –
(i) Candidates are advised to go to the Bank’s website www.bankofmaharashtra.in and click on the
‘Careers ’ Recruitment Process Current Openings to open the link “Online application for recruitment
of “GENERALIST OFFICERS IN SCALE II 2021-22” and then click on the option “APPLY ONLINE”
আবেদন ফী

আবেদন ফী বাবাদ জমা দিতে হবে RS. ১১৮০/- টাকা General/EWS/OBC পরীক্ষাত্ৰী দের ক্ষেতে। এবং  SC/ST পরীক্ষাত্ৰী দের ক্ষেতে RS.১৮০/- টাকা

PwBD ওহ মহিলা পরীক্ষাত্ৰী দের ক্ষেতে কোন রকম আবেদন ফী লাগবে না।

পরীক্ষা কেন্দ্র
BANK OF MAHARASHTRA (BOM) অনলাইন এক্সাম এর পরীক্ষার প্রতেক রাজ্য বিভিন্ন শহর এ পরীক্ষা কেন্দ্র রয়েছে। 

পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষা কেন্দ্র হল “কলকাতা”

বিস্তারিত দেখুন নীচের ছবিতে👇

গুরুত্ব পূর্ণ তারিখ গুলো

আবেদন শুরিখঃ- ২২/০৩/২০২১

আবেদন শেষ ঃ- ২৬/০৪/২০২১

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন 𒐀Pdf
অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক 𒐀https://www.bankofmaharashtra.in/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top