WBHRB Recruitment 2021 – Apply for 6114 Staff Nurse Grade II Vacancies

Rate this post

৬ হাজার শূনপদে নিয়োগ স্বাস্থ্য দপ্তরে,ছেলে মেয়ে উভয় এ আবেদন করতে পারবেন। সম্পুন্ন জানতে পুরোটা পড়ুন

"Recruitment for Staff Nurse"

West Bengal Health recruitment Board এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এ ৬ হাজার ১১৪ টি স্টাফ নার্স  recuruitment for Staff Nurse নিয়োগ করা হবে। পুরুষ মহিলা উভয় এ আবেদন করতে পারবেন, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে।

পদের নাম ঃ-
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর অধীন এ স্টাফ নার্স গ্রেড-।। 

West Bengal Health recruitment Board for Staff Nurse

মোট শূন পদ

স্টাফ নার্স গ্রেড-।। “Staff Nurse Grade -।।” পদে মোট ৬১১৪ টি শূনপদের সংখ্যা।  এইখানে GNM Nursing এর (পুরুষ ও মহিলা  উভয় এ আবেদন যোগ্য) Basic B.Sc Nursing (শুধু মাত্র মহিলা আবেদন যোগ্য) Post Basic B.sc Nursing (শুধু মাত্র মহিলা আবেদন যযোগ্য)

  • GNM Nursing Female Vacancy :- জি এন এম নার্সিং এ মহিলা শূনপদ হল- UR-1108, SC-1255,ST-363, OBC B-170, PWD-1,   
  • GNM Nursing Male Vacancy :- জি এন এম নার্সিং এ পুরুষ শূন্যপদ হল- UR-124, SC-206, OBC B-18, PWD-1 
  • Basic B.sc Nursing female Vacancy :- বেসিক বি এস সি নার্সিং মহিলা শূন্যপদ হল UR- 633, SC- 711, ST- 206, OBC A- 378, OBC B- 96, PWD-8, 
  • Post B.sc Nursing female Vacancy :- পোস্ট  বি এস সি নার্সিং মহিলা শূন্যপদ হল UR- 30, SC– 40, ST- 12, OBC A- 21, OBC B- 5, PWD- 0,

বিস্তারিত নীচে দেওয়া হল    👇

Staff Nurse"

বয়স সীমা 
স্টাফ নার্স  “Staff Nurse” পদে আবেদন করার জন্য আদেবনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছর এর মধ্যে। বয়স হিসাব করবেন ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসাবে। সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • স্টাফ নার্স পদে আবেদন এর জন্য, শিক্ষাগত যোগ্যতা হতে হবে GNM Nursing Pass/ Basic B.Sc Nursing Pass বা  Post Basic B.Sc Nursing Pass. অর্থাৎ আবেদন কারি যেই পদে আবেদন করবেন। সেই পদে যোগ্যতা থাকতে হবে।
  • পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থকতে হবে।
  • বাংলা অথবা নেপালি ভাষা বলতে ও লিখতে জানতে হবে।
বেতন
প্রতেক মাসে RS- 29,800 পে  স্কেল লেভেল ৯ অনুযায়ী সঙ্গে সরকারী সমস্ত ভাতা যুক্ত হয়ে।

নিয়োগ পাদ্ধাতি

নিয়োগ করা হইবে  Acadenic Score এবং ইন্টারভিউ -এর ওপর ভিত্তি করে। নম্বর বিভাজন নীচে দেওয়া হল 👇


আবেদন পাদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে  West Bengal Health Recruitment Board -এর অফিশিয়াল ওয়েব সাইট এ > http://www.wbhrb.in/

আবেদন ফী

জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফী বাবদ জমা দিতে হবে ১৬০ টাকা। আবেদন ফী জমা দেওয়া হবে GRPS (Government Receipt Portal System) পদ্ধতিতে।

পশ্চিমবঙ্গের তপসিলি জাতি বা তপসিলি উপজাতি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনরূপ আবেদন ফী লাগবে না।


গুরুত্ব পূর্ণ তারিখ গুলো

আবেদন শুরু ঃ-17/03/2021

আবেদন শেষ ঃ-26/03/2021


Apply Link- Click here (Available from 17/03/2021)

আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন >Pdf

অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক >http://www.wbhrb.in/


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top