NTPC Limited Recruitment of Experienced Assistant Engineers & Experienced Assistant Chemist NTPC Job 2021

Rate this post

 জাতীয় তাপীয় বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড ২৩০ শূনপদে এ ইঞ্জিনিয়ার নিয়োগ। সম্পুন্ন জানতে পুরোটা পড়ুন।

NTPC Limited  “National Thermal Power Corporation Limited” এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় তাপীয় বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড এ ২৩০ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers),অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist) নিয়োগ করা হবে। 


পদের নাম ঃ-জাতীয় তাপীয় বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers),অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist) NTPC Limited Recruitment of Experienced Assistant Engineers & Experienced Assistant Chemist


মোট শূন পদ

এইখানে মোট দুটি শূনপদে নিয়োগ করা হবে।
১.অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers)
২.অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist)
ভারতীয় নাগরী হলেই আবেদন যোগ্য, ছেলে মেয়ে উভয় এ আবেদন করতে পারবে।
  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers) ঃ- মোট শূন্য পদ ২০০ 
  • অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist) ঃ- মোট শূন্য পদ ৩০  

কোন ব্রাঞ্চ এ কোন ডিপারমেন্ট কতো বিস্তারিত নীচে দেওয়া হল  👇


1.অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers) :-

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineers) পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (B.Tech) ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্, ইন্সট্রুমেন্ট , ইত্যাদি শাঁখাই, সঙ্গে নুনতম ৬০% নাম্বার। এবং সরকারী অনুমোদিত যেকোনো কলেজ ইনস্টিটিউট থেকে পাশ হউয়া চাই।
সঙ্গে ১ বছর এর  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Engineering Degree in Electrical/Mechanical/Electronics/Instrumentation with minimum 60% marks from recognized university/institute
With One year post qualification experience.

যেসব ব্রাঞ্চ ও তাদের শাঁখা থেকে বিস্তারিত নীচে দেওয়া হল 👇


বয়স সীমা

৩০ বছর এর মধ্যে বয়স হতে হবে।  ১০/০৩/২০২১ তারিখ ধরে, সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC(NCL)/PwBD/EWS প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

“উচ্চ বয়সের ক্ষেত্রে এস সি / এস টি পরীক্ষার্থীদের জন্য পাঁচ বছর, ও বিসি প্রার্থীদের জন্য 3 বছর, পি ড বিডি  প্রার্থীদের জন্য 10 বছর, এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে 01.01.80 সময়কালে সাধারণভাবে আধিপত্য প্রাপ্ত প্রার্থীদের জন্য 5 বছর দ্বারা শিথিল করা হবে  31.12.89 এ।  সরকার অনুসারে প্রাক্তন-সার্ভিসম্যানের ক্ষেত্রে বয়স শিথিলকরণ  নির্দেশিকা”


বেতন
প্রতেক মাসে বেসিক বেতন  ৩০,০০০ টাকা, পে স্কেল ৩০,০০০-১২০,০০০  

2.অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist) :-

অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট (Assistant Chemist) দের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে M.Sc. Post Graduate in Chemistr সঙ্গে নুনতম ৬০% নাম্বার। এবং সরকারী অনুমোদিত যেকোনো কলেজ ইনস্টিটিউট থেকে পাশ হউয়া চাই। (শুধু মাত্র  SC, ST, PwBD
সঙ্গে ১ বছর এর  কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা
৩০ বছর এর মধ্যে বয়স হতে হবে।  ১০/০৩/২০২১ তারিখ ধরে, সরকারি নিয়ম অনুসারে SC/ST/OBC(NCL)/PwBD/EWS প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন।

“উচ্চ বয়সের ক্ষেত্রে এস সি / এস টি পরীক্ষার্থীদের জন্য পাঁচ বছর, ও বিসি প্রার্থীদের জন্য 3 বছর, পি ড বিডি  প্রার্থীদের জন্য 10 বছর, এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে 01.01.80 সময়কালে সাধারণভাবে আধিপত্য প্রাপ্ত প্রার্থীদের জন্য 5 বছর দ্বারা শিথিল করা হবে  31.12.89 এ।  সরকার অনুসারে প্রাক্তন-সার্ভিসম্যানের ক্ষেত্রে বয়স শিথিলকরণ  নির্দেশিকা”

বেতন
প্রতেক মাসে বেসিক বেতন  ৩০,০০০ টাকা, পে স্কেল ৩০,০০০-১২০,০০০  

নিয়োগ পাদ্ধাতি

লিখিত পরীক্ষা মাধ্যমে হবে। 
লিখিত পরীক্ষা দুটি পার্টে হবেঃ-
  • টেকনিক্যাল (Subject Knowledge Test)
  • নোনটেকনিক্যাল (Aptitude Test)

আবেদন পাদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে  “National Thermal Power Corporation Limited” অফিসিয়াল ওয়েব সাইট এ >https://www.ntpc.co.in/en

সারাসরি আবেদন করতে ক্লিক করুন Apply Link

আবেদন ফী

জেনারেল (Generel) (ESW) ও ওবিসি (OBC) প্রার্থীদের আবেদন ফী বাবদ জমা দিতে হবে 300 টাকা। আবেদন ফী জমা দেওয়া যাবে অনলাইন(Online) ও অফলাইন (Ofline)পদ্ধতিতে।

পশ্চিমবঙ্গের তপসিলি জাতি বা তপসিলি উপজাতি এবং PwBD/XSM প্রার্থীদের কোনরূপ আবেদন ফী লাগবে না।

গুরুত্ব পূর্ণ তারিখ গুলো

আবেদন শুরু ঃ-24/02/2021

আবেদন শেষ ঃ-10/03/2021


আরও বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন >Pdf

অফিসিয়াল ওয়েব সাইট লিঙ্ক >https://www.ntpc.co.in/en

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top